Flat Preloader Icon

Web Design by WORDPRESS & Freelancing

WORDPRESS আমাদের জিনিসটা হচ্ছে যে একটা CRM, মানে Content management System , যেটা দিয়ে আমরা খুব সহজেই একটা Web Site  বা  Blog বানিয়ে ফেলতে পারি। আর এর জন্য কিন্তু কম্পিউটারে অনেক কিছু শেখার বা Programming জানার দরকার নেই। তাই আর্টস কমার্স এবং সাইন্স যে কেউ এটা শিখতে পারবে এবং শিখে সহজেই আয় করতে পারবে । আর ভালো শিখলে হাজার হাজার বা লাখ লাখ টাকা বা ডলার সহজেই আয় করতে পারবে, কারণ এটা যারা ভালো করে শিখেছে তারা সেটাই করছে সারা পৃথিবীতে।

শিখতে সময় লাগবে মাত্র  ১ মাস আর ২ টি Project নিয়ে টোটাল বড়জোর  ২মাস ৬ মাস বা ১ বা ২বছর নয়। ১ বা ২মাসেই কেরিয়ার ।

এটা শিখলেই খুব সহজেই যেকোন ব্যক্তির বা কোম্পানির Project Web Site ব্যক্তির বা Blog বানিয়ে টাকা আয় করতে পারবে। এটা শুধু তোমার এলাকার বা রাজ্যের বা দেশের নয় সারা পৃথিবীর কাজ করতে পারবে Freelancing এর মাধ্যমে । সারা পৃথিবীর প্রায় ২০০ টি দেশ Freelancing এর মাধ্যমে কাজ  করায়। আর এই কাজ করে বা করতে পারে ৫-  ১০ খানা দেশ ,  তার মধ্যে আমরা ভারতীয়রা তো আছিই। আর আছে আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ, ইউকেন, ফিলিপিন্স প্রভৃতি। অফুরন্ত কাজের সুযোগ,  ভালো শিখলেই ভালো ডলারে আয় করার সুযোগ। এক এক করে আমরা তোমাদের শেখাব বা দেখাব, যদি মন দিয়ে আর ধৈর্য ধরে শিখতে পার তো বিশাল সুযোগ। 

সারা পৃথিবীতে ৭৫০ কোটির লোকের বাস। লক্ষ লক্ষ কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তি চায় তাদের নিজস্ব Websiteবা Blog. তাই করার একটা দারুন সুযোগ । পাড়ার মিষ্টি বা মুদির দোকান থেকে গোটা পৃথিবীর কোম্পানি । কেন এটাই  পড়বো ? এত সহজে আর এত তাড়াতাড়ি কোন কোর্স নেই যেটা করে আমরা এত বেশি আয় করার সুযোগ পেতে পারি ।

এত সহজে আর এত তাড়াতাড়ি কোন কোর্স নেই যেটা করে আমরা এত বেশি আয় করার সুযোগ পেতে পারি ।

পাড়ার মিষ্টি বা মুদির দোকান থেকে গোটা দেশের কোম্পানি থেকে আর সবচেয়ে বেশি কাজ পাবে Foreign Country বা Company গুলো থেকে আর ডলারে আয় করবে তুমি ফ্রিল্যান্সিং জব সাইট গুলো থেকে যেমন, Fiverr, Upwork, Freelancer, PeoplePerHour, Toptal, 99Design, Behance, LinkedLn, Evnato, Simply Hired, Hubstaff, DesignVrowd, TaskRabbit এবং আরো অনেক সাইট থেকে।

আমরা শিখবো সমস্ত রকম Learning ভিডিও থেকে আর শিখবো সরাসরি কাজ করে । 

আমরা শিখব WordPress for Web Design, WordPress Theams, WordPress Editor – Elementor

Graphics Design এর জন্য CANVA .

শিখবো Domain আর Hosting কিভাবে আর কোথা থেকে কিনব ?

শিখবো Hosting কিভাবে Configure করতে হয় ?

শিখবো Xampp Software কিভাবে Download করবো ?

শিখব কিভাবে Local Host Configure করবো ?

শিখবো কোথা থেকে কাজ পাবো ?

শিখব কিভাবে কাজ করার জন্য নিজেদের Interview এর জন্য তৈরি করবো ?

শিখবো কিভাবে Profile বানিয়ে  Freelancing Site এ নাম Registry করবো ?

শিখব কিভাবে কাজের Sample / Gig বানাবো বা Offer Submit  করবো ?

শিখব কিভাবে কাজ পাওয়ার জন্য Basic Marketing করবো। যেমন,Customer Visit, Explain your Offer or Purpose, Negotiation, Procurement Order, Collecting Materials or Photos or Videos etc.)

 

Scroll to Top